প্যানাসনিকের লুমিক্স ক্যামেরা ফোন 

প্যানাসনিকের তৈরি স্মার্টফোনের তালিকায় এবার যোগ হল হাইব্রিড ক্যামেরা-স্মার্টফোন ‘লুমিক্স ডিএমসি-সিএম১’। জার্মানির কোলন শহরে চলতি ফটোকিনা ট্রেড শোতে নতুন স্মার্টফোনটি উন্মোচন করেছে জাপানি এই নির্মাতা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 12:54 PM
Updated : 17 Sept 2014, 12:54 PM

বিবিসি জানিয়েছে, নতুন লুমিক্স স্মার্টফোনে আছে লাইকা লেন্স, আর ১ ইঞ্চির ২০ মেগাপিক্সেলের সেন্সর। কম আলোতেও ভাল ছবি তোলা যাবে এই সেন্সরের বদৌলতে। ডিএসএলআর ক্যামেরাগুলোর মতই শাটার স্পিড, অ্যাপারচার ও ফোকাস নিয়ন্ত্রণের সুবিধা আছে ডিভাইসটিতে। আরও আছে আলট্রা হাই-ডেফিনেশনের ভিডিও রেকর্ডিং ফিচার।

অ্যান্ড্রয়েড ৪.৪ অপারেটিং সি্স্টেমে চলবে স্মার্টফোনটি। ২০ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও এতে আছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে, ১০৮০ বাই ১৯২০ পিক্সেলের স্ক্রিন। ২.৩ গিগাহার্টজের প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ক্যামেরার জন্য স্লাইড বাটন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত স্মার্টফোনের সঙ্গে তুলনা করলে নতুন লুমিক্স স্মার্টফোনটি যতটা স্মার্টফোন তার চেয়েও বেশি ক্যামেরা। চলতি বছরের শেষের দিকে জার্মানি ও ফ্রান্সের মোবাইল বাজারে অভিষেক হবে ডিভাইসটির। দাম হবে কম-বেশি ৯০০ ইউরো।