৩০৫০ মিলিঅ্যাম্প ব্যাটারির স্মার্টফোন

বাংলাদেশের বাজারে ৩০৫০ মিলিঅ্যাম্প ব্যাটারির স্মার্টফোন ‘গ্লোরি এম৪’ আনছে দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড ‘ম্যাপল মোবাইল’।

প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 12:52 PM
Updated : 17 Sept 2014, 12:52 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাপল মোবাইল জানিয়েছে, সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের বাজারে অভিষেক হবে ‘গ্লোরি এম৪’ স্মার্টফোনের। আগ্রহী ক্রেতারা ম্যাপল মোবাইলের গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে পাওয়ার টেস্টিং ডিভাইসের মাধ্যমে স্মার্টফোনটির ব্যাটারির কার্যক্ষমতা পরীক্ষা করে নিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত ‘গ্লোরি এম৪’-এ ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে বলে জানিয়েছে ম্যাপল মোবাইল। অন্যান্য ফিচারের মধ্যে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং থ্রিজি সংযোগ সুবিধা।

‘গ্লোরি এম৪’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ১১ হাজার ৯’শ পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।