গুগলের নতুন ৩ স্মার্টফোন

উন্নয়নশীল দেশগুলোর বাজারে সহজলভ্য স্মার্টফোন সরবরাহের উদ্দেশ্যে শুরু করা  ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ প্রকল্পেরর অংশ হিসেবে নতুন ৩ স্মার্টফোন বাজারে আনছে ওয়েব জায়ান্ট গুগল।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 12:39 PM
Updated : 17 Sept 2014, 12:39 PM

স্মার্টফোনগুলো নির্মাণ করবে মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন। ৪.৫ ইঞ্চির ডিসপ্লের ফোনগুলো প্রথম ছাড়া হবে ভারতের বাজারে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, চলতি বছরের মধ্যেই বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও কিনতে পাওয়া যাবে স্মার্টফোনগুলো।

স্মার্টগুলোর সর্বনিম্ন দাম ১০৫ ডলার হবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিচাই। ডিভাইসগুলোকে সহজলভ্য করতে এসার, আসুস, এইচটিসির মতো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বেঁধেছে গুগল।

স্মার্টফোনগুলোতে থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেলের রিয়ার ফেসিং ক্যামেরা, ডুয়াল সিম কার্ড স্লট, রিপ্লেসেবল ব্যাটারি আর বিল্ট-ইন এফএম রেডিও। থাকবে ১ জিবি র‌্যাম আর ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর।