তিন কোটিতে বাংলালিংক

তিন কোটি গ্রাহকের মাইলফলক ছুঁয়েছে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক। নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাজ করছে ২০০৫ সাল থেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 12:20 PM
Updated : 16 Sept 2014, 12:20 PM

“বাংলালিংক বরাবরই ক্রমবর্ধমান গ্রাহকের পছন্দ ও চাহিদার কথা বিবেচনা করে বাজারে নিত্যনতুন পণ্য-সেবা নিয়ে আসার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”-- এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাংলালিংক।

তিন কোটি গ্রাহকের মাইলফলক প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে” তিন কোটি গ্রাহকের সীমায় পৌঁছাতে পেরে তারা খুবই গর্বিত। তার ভাষায়, বাংলালিংক একটি “গ্রাহকমুখী” মোবাইল ফোন কোম্পানি, যা সবসময়ই গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে বাজারে নিত্যনতুন পণ্য ও সেবা নিয়ে আসতে কাজ করে চলেছে।

বাংলালিংক দেশের ৬৪ জেলায় কার্যকর থ্রিজি সংযোগ সেবা চালু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।