স্মার্টওয়াচ আনতে পারে ব্ল্যাকবেরিও

দেরিতে হলেও অ্যাপল, মটোরোলা, স্যামসাং এর পাশাপাশি ব্ল্যাকবেরিও আসছে পরিধেয় ডিভাইসের জগতে।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 01:10 PM
Updated : 15 Sept 2014, 01:10 PM

প্রযুক্তিবিশয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে কানাডার ওয়াটারলুভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি পরিধেয় ডিভাইস প্ল্যাটফর্ম নিয়ে গবেষণা করছে। সম্ভাব্য ডিভাইসগুলোর মধ্যে থাকতে পারে স্মার্টওয়াচ এবং স্মার্ট গ্লাস।

লাস ভেগাসে আয়োজিত ‘সুপার মবিলিটি সম্মেলনে’ ব্ল্যাকবেরির সিইও জন চেন সাংবাদিকদের বলেন, “আমি অবশ্যই চাই পরিধেয় ডিভাইসে বিবিএম এর নামটি বসাতে। বিষয়টি অবশ্যই আমাদের গবেষণার মধ্যে রয়েছে।”

চেনের বক্তব্য থেকে পরিষ্কার কোনো তথ্য পাওয়া না গেলেও প্রতিষ্ঠানটির পরিধেয় ডিভাইস তৈরির পরিকল্পনাটিকে ইতিবাচক বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটগুলো।

এক সময়ের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমসিম খাচ্ছে। তবে জন চেনের হাত ধরে পুনরায় বাজারে ফিরে আসার চেষ্টা করছে ব্ল্যাকবেরি।