আসছে মটো হিন্ট

বাজারে আসছে স্মার্টফোন নির্মাতা মটোরোলান নতুন স্মার্ট ব্লুটুথ ইয়ারবাড ‘মটো হিন্ট’। ভয়েস কমান্ড ফিচার আছে এতে, বাটনের বদলে আছে টাচ প্যানেল।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 12:55 PM
Updated : 14 Sept 2014, 12:55 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যাবে মটো হিন্ট। তবে এর ফিচারগুলোর সর্বোচ্চ ব্যবহার চাইলে কানেক্ট করতে হবে মটোরোলার মটো এক্স স্মার্টফোনের সঙ্গে।

আউটগোয়িং কল করা বা ইনকামিং কল রিসিভ করা, গান শোনা ছাড়াও ভয়েস কমান্ড ও নোটিফিকেশন শোনার সুবিধা থাকবে মটো হিন্টে।

ইয়ারবাডগুলোতে কোন সুইচ নেই, অপারেট করতে হবে টাচ প্যানেলের মাধ্যমে।  কানে লাগালে যান্ত্রিক কণ্ঠে স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপনের অনুমতি চাইবে মটো হিন্ট।

সাধারণ ব্লুটুথ হেডসেটগুলোর মতোই সীমিত ব্যাটারি লাইফ থাকছে মটো হিন্টের। তবে ব্যবহারের সময় বাড়ানোর জন্য এর সঙ্গে থাকবে বাড়তি ব্যাটারি প্যাক।

এবছরের শেষের দিকে বাজারে আসবে মটো হিন্ট। পাওয়া যাবে ৬টি ভিন্ন রঙে, দাম হবে ১৫০ ডলার।