সেগার নতুন আর্কেড মেশিন

বাচ্চাদের জন্য অভিনব আর্কেড গেইম মেশিন তৈরি করেছে জাপানী ভিডিও গেইমস নির্মাতা প্রতিষ্ঠান সেগা, যাতে খেলতে হবে বালু দিয়ে!

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 01:19 PM
Updated : 13 Sept 2014, 01:19 PM

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,গেইমটির মূল কাজ হল বক্সে রাখা বিশেষ ধরণের বালু দিয়ে যে কোনো আকৃতি তৈরি করা।গেইম ডিভাইসটি ওই আকৃতিগুলো সনাক্ত করে তার ভিত্তিতে বালুতে ফুটিয়ে তুলবে সমুদ্র,পর্বতমালা আর বন্যপ্রাণি।

আকৃতিগুলো তৈরি সময় বালু হাতে লেগে থাকে না, প্রয়োজন নেইপানির। গেইম মেশিনটি নিয়ে তৈরি একটি ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেসেগা।

ভিডিওর লিংক:https://www.youtube.com/watch?v=lKR4BDuwZlU

২০১১ সালে চেক রিপাবলিকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছুশিক্ষার্থীও তৈরি করেছিল  প্রায় একই রকমেররএকটি ‘স্যান্ডবক্স’। তবে ওই স্যান্ডবক্সটি ব্যবহার করতে হতো এক্সবক্স গেইমিংকনসোলের সঙ্গে। কাইনেক্ট মোশন সেন্সর এর মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তৈরি করাযেত এর সাহায্যে।