বিদায়, আইপড ক্লাসিক

প্রযুক্তিবিশ্বে ‘অ্যাপল ওয়াচ’-এর অভিষেকের সঙ্গে অনেকটা চুপিসারেই বিদায় নিল এক সময়ের জনপ্রিয় মিউজিক ডিভাইস ‘আইপড ক্লাসিক’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মঙ্গলবার নিজেদের পণ্যতালিকা থেকে ‘আইপড ক্লাসিক’ নামটি মুছে দিয়েছে মার্কিন এই টেক জায়ান্ট।

শাহরিয়ার হাসান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2014, 01:25 PM
Updated : 12 Sept 2014, 01:25 PM

সিএনএন জানিয়েছে, আইপড ক্লাসিকের বিদায়ের আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ২০০৯ সালের পর কোনো আপডেট আসেনি আইপড ক্লাসিকে। খোদ আইপডকেন্দ্রিক ইভেন্টেও ‘আইপড ক্লাসিক’ নাম মুখে নেওয়াই বন্ধ করে দিয়েছিলেন কুপার্টিনোর শীর্ষ কর্তারা।

ছিল না টাচস্ক্রিন, আইপ্যাড ন্যানোর সঙ্গে তুলনা করলে রীতিমতো দানবীয় আকারের বলতে হবে ক্লাসিককে। তারপরও অ্যাইপড ক্লাসিকে ছিল ১৬০ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরি। অ্যাপলের দাবি, অন্তত ৪০ হাজার গান রাখার জন্য ওই ক্ষমতা যথেষ্ট।

তবে এখনও আইপড ভক্তদের মনে একটা আলাদা জায়গা জুড়ে আছে ‘আইপ্যাড ক্লাসিক’। বিদায়ঘণ্টা বাজার পর ফেইসবুক আর টুইটারের মতো সোশাল মিডিয়াগুলোর মাধ্যমে পুরোনো এই ‘বন্ধু’কে বিদায় জানিয়েছেন তাদের অনেকেই।