মুখ ফসকে উইন্ডোজ ৯

আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া তো দূরের কথা, উইন্ডোজ ৯ নিয়ে এতোদিন একদম মুখে কুলুপ এটে ছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে এবার মুখ ফসকে হাটে হাঁড়ি ফাটিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির চীন শাখা, ‘মাইক্রোসফট চায়না’।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:45 AM
Updated : 2 Sept 2014, 11:45 AM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের শীর্ষ মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর এক পোস্টেই মুখ ফসকে উইন্ডোজ ওএসের সর্বশেষ ভার্সনটির কথা বলে ফেলেছে মাইক্রোসফট চায়না।

পোস্টটি ছিল এমন, “মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ৯ ওএস খুব শিগগিরই আসছে। বাম দিকে নীচে থাকা স্টার্ট মেন্যু কি উইন্ডোজ ৯-এ ফিরবে বলে মনে করেন আপনারা?”। পোস্টটির সঙ্গে উইন্ডোজ ৯-এর লোগোও।

মাইক্রোসফট চায়নার পোস্টটি ভুল করেই দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছে দ্য ভার্জ। ওয়েইবোতে প্রশ্নটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মাইক্রোসফট চায়না সেটি ডিলিট করে দেয় বলেই জানিয়েছে সাইটটি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ ৯ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। আনুষ্ঠানিক ঘোষণার দিন পিছালেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের শুরুর দিকেই অপারেটিং সিস্টেমটি পৌঁছে যাবে ডেভেলপারদের হাতে।

অপারেটিং সিস্টেমটি সাধারণ ক্রেতাদের হাতে আসবে ২০১৫ সাল নাগাদ, এমনটাই জানিয়েছে দ্য ভার্জ।