আইএফএতে কম্প্যাক্ট এক্সপেরিয়া

এক্সপেরিয়া জেড সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে ক্রেতাদের কৌতুহল জাগানোর কাজটা নিজেরাই সেরে নিয়েছে জাপানীজ প্রযুক্তি পণ্য নির্মাতা সনি। স্মার্টফোন বাজারের গুঞ্জন আর সনির প্রকাশ করা ছবি থেকে এখন একটা বিষয় অনেকটাই নিশ্চিত, বার্লিনের কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘আইএফএ ২০১৪’-তেই আসছে নতুন ‘এক্সপেরিয়া জেডথ্রি কম্প্যাক্ট’।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:40 AM
Updated : 2 Sept 2014, 11:40 AM

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ৪.৬ ইঞ্চির ৭২০ পিক্সেলের ডিসপ্লে থাকবে এক্সপেরিয়া জেডথ্রি কম্প্যাক্ট স্মার্টফোনে। ২.৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর থাকবে ডিভাইসটিতে।

তবে স্মার্টফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হয়ত এর ২০.৭ মেগাপিক্সেলের ক্যামেরা। আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রকাশিত ছবিগুলো সঠিক হলে কালো, সাদা, সবুজ আর লাল রংয়ের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে এই স্মার্টফোন।

বার্লিনে সনি বিশেষ সংবাদ সম্মেলন আয়োজন করায় এক্সপেরিয়া জেডথ্রি নিয়ে গুঞ্জনটাও বেড়েছে আরও অনেকখানি। বছরের শুরুতেই এক্সপেরিয়া জেড ওয়ান কম্প্যাক্ট উন্মোচন করে ইতিবাচক সাড়া পেয়েছিল সনি। জেডথ্রি কম্প্যাক্ট দিয়েও প্রতিষ্ঠানটি ভালো সাড়া পাবে বলে আশা করছেন প্রযুক্তি বোদ্ধারা।