স্যামসাংয়ে নোকিয়ার ম্যাপিং অ্যাপ

স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনে যোগ হচ্ছে নোকিয়ার ম্যাপিং অ্যাপ ‘হিয়ার ম্যাপস’(Here Maps)। আর অ্যাপটি ব্যবহারের জন্য সব সময় ইন্টারনেট সংযোগ চালু রাখারও প্রয়োজন নেই।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 01:09 PM
Updated : 1 Sept 2014, 01:09 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ২০০টি দেশের ম্যাপ থাকবে আছে অ্যাপটিতে। এর মধ্যে ১০০টি দেশের যানবাহন ও হাঁটাপথের দিকনির্দেশনা পাওয়া যাবে।

ইন্টারনেট সংযোগ চালু করে জেনে নেওয়া যাবে বিভিন্ন দেশের যানবাহনের সময়সূচি ও ট্রাফিক পরিস্থিতি, জানিয়েছে ম্যাশএবল। এছাড়াও ৭০টিরও বেশি দেশের ৯০ হাজার দালানের ইনডোর ভেন্যু ম্যাপও আছে অ্যাপটিতে।

অ্যাপটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ‘অফলাইন মোড’। ইন্টারনেট থেকে সম্পূর্ণ দেশের ম্যাপ ডাউনলোডের করে ইন্টারনেট সংযোগ ছাড়াই ম্যাপটি থেকে দিক নির্দেশনা নিতে পারবেন ব্যবহারকারী।