বিমানে গ্যাজেটস ব্যবহারের  জাপানের অনুমতি

উড়োজাহাজে যাত্রীদের স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ব্যক্তিগত ডিভাইস ব্যবহারের অনুমতি দিচ্ছে জাপান। শর্ত একটাই, উড্ডয়ন আর অবতরণের সময় ‘ফ্লাইড মোড’-এ রাখতে হবে ডিভাইস।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 01:07 PM
Updated : 1 Sept 2014, 01:07 PM

অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপিয়ান ইউনিয়নের পথ অনুসরণ করে জাপান বিমানযাত্রীদের ব্যক্তিগত ডিভাইস ব্যবহারের অনুমতি দিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট জিডিনেট ।

এর আগে উড্ডয়ন আর অবতরণের সময় ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ রাখতে হত যাত্রীদের। নতুন নিয়মে ডিভাইসগুলো বন্ধ করতে হবে না ব্যবহারকারীদের, কেবল ফ্লাইড মোডে ডিভাইসটি ব্যবহার করতে হবে।

ফ্লাইট মোডে ফোন কল করা বা মেসেজ পাঠানো যায় না সেলুলার ডিভাইস থেকে।

তবে পুরানো মডেলের কিছু বিমানের ক্ষেত্রে ব্যক্তিগত ডিভাইস বন্ধ রাখার নিয়মটি বহাল থাকবে বলে জানিয়েছে জিডিনেট।