এমএসএন অধ্যায়ের অবসান

অভিষেকের দেড় যুগ পর সমাপ্তি ঘটছে মাইক্রোসফটের এমএসএন মেসেঞ্জার অধ্যায়ের। ৩১ অক্টোবর চীনে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে এমএসএন সেবা। দেশটির সব এমএসএন ব্যবহারকারী স্বংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যাবেন স্কাইপে। 

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 12:58 PM
Updated : 30 August 2014, 12:58 PM

বিশ্বব্যাপী এমএসএন মেসেঞ্জারের সিংহভাগ ব্যবহারকারী বিকল্প হিসেবে স্কাইপ ব্যবহার করছেন ২০১৩ সালে থেকে। স্কাইপের জনপ্রিয়তা আর ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও পুরানো মেসেঞ্জারটি ব্যবহার করছিলেন চীনের ব্যবহারকারীরা।

এমএসএন মেসেঞ্জারের যাত্রা শুরু ১৯৯৯ সালে, টেক্সট চ্যাটিং সার্ভিস হিসেবে। ২০০৫ সালে রিব্র্যান্ডিংয়ের কারণে এমএসএন মেসেঞ্জোর নাম পাল্টে হয়েছিল ‘উইন্ডোজ লাইভ’ মেসেঞ্জার। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এতে যোগ হয় ফটো শেয়ারিং, ভিডিও কল এবং গেইমিং ফিচার।

২০১২ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। এরপর থেকেই মেসেজিং সার্ভিস হিসেবে এমএসএনের বদলে স্কাইপের উপরই মনোযোগী হতে শুরু করে মাইক্রোসফট।