বিপাকে এইচপি

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বিক্রি হওয়া ৬০ লাখ ল্যাপটপের চার্জিং কর্ড ফিরিয়ে নিচ্ছে শীর্ষস্থানীয় ল্যাপটপ নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি)।বেশি গরম হয়ে আগুন ধরে যাওয়ার একাধিক ঘটনার কারণে বিনা খরচে চার্জিং কর্ডগুলো পাল্টে দেওয়ার পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 12:23 PM
Updated : 30 August 2014, 08:56 AM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর ২০১০ থেকে জুন ২০১২-এর মধ্যে বিক্রি হওয়া বিভিন্ন মডেলের ল্যাপটপের সঙ্গে ত্রুটিপূর্ণ চার্জিং কর্ডগুলো সরবরাহ করেছিল এইচপি।

গত দুই বছরে ত্রুটিপূর্ণ চার্জিং কর্ডগুলো গরম হয়ে আগুন ধরে যাওয়ার ২৯টি ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে এইচপি। আহত হয়েছেন দুই ব্যবহারকারী। সম্পদের ক্ষতি হয়েছে ১৩টি ঘটনায়।

তবে ওই সময়ের বিক্রি হওয়া সব ল্যাপটপের চার্জিং কর্ড ত্রুটিপূর্ণ নয় বলে জানিয়েছে এইচপি। এইচপি ল্যাপটপের চার্জিং কর্ডটি ত্রুটিপূর্ণ কর্ডগুলোর তালিকায় আছে কি না, ক্রেতারা সে বিষয়টি নিশ্চিত হতে পারবেন http://h30652.www3.hp.com/ এই পেইজটি থেকে।

নিজের এইচপি ল্যাপটপের চার্জিং কর্ড, ত্রুটিপূর্ণ কর্ডের তালিকায় থাকলে সেটা সঙ্গে সঙ্গে আনপ্লাগ করার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন।’