এবার স্যামসাংয়ের গিয়ার এস

নিজস্ব ডিজাইনের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ উন্মোচনের ছয় মাসের মাথায় দ্বিতীয় প্রজন্মের ‘গিয়ার এস’ স্মার্টওয়াচ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বিল্ট-ইন থ্রিজি সংযোগ সুবিধা আছে নতুন গিয়ার স্মার্টওয়াচে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:43 AM
Updated : 28 August 2014, 09:43 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনের সঙ্গ সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে গিয়ার এস। থ্রিজি এবং টুজি নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা পাবেন গিয়ার এসের ব্যবহারকারী।

নতুন গিয়ার এসে আছে ৩৬০ বাই ৪৮০ পিক্সেলের ২ ইঞ্চির বাঁকানো সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টওয়াচটি চলবে স্যামসাংয়ের নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেমে। একবারের চার্জে টানা দুই দিন চলবে এটি।

ডিভাইসটিতে ১ গিগাহার্টজের ডুয়াল-কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যামম এবং ৪ জিবি ইন্টারনাল মেমোরি আছে বলে জানিয়েছে স্যামসাং। সাদা ও কালো এই দুই রংয়ে কিনতে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। ক্যামেরা না থাকলেও এতে আছে মিউজিক প্লেয়ার।