স্টোরেজ সীমা বাড়ছে ড্রপবক্সে

স্টোরেজ সীমা বাড়াচ্ছে মাইক্রোসফটের ফাইল হোস্টিং সেবা ড্রপবক্স ডটকম। ‘ড্রপবক্স প্রো’ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। সাইবার নিরাপত্তা বাড়াতেও ড্রপপবক্সের সেবায় যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:41 AM
Updated : 28 August 2014, 09:41 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শেয়ার্ড লিংক আর রিমোট ওয়াইপ ফিচারগুলোর ক্ষেত্রে পাসওয়ার্ড আর ‘এক্সপায়রেশন ডেইট’ ঠিক করে দেওয়ার সুযোগ পাবেন ড্রপবক্স প্রো ব্যবহারকারী। পাশাপাশি স্টোরেজ সীমা বাড়িয়ে করা হয়েছে ১ টেরাবাইট।

আর স্টোরেজ সীমা বাড়ার পরেও ড্রপবক্স প্রো ব্যবহারকারীদের প্রতি মাসে খরচ করতে হবে ৯.৯৯ ডলার।

পাসওয়ার্ড অ্যাকসেস শেয়ার্ড লিংক আর এক্সপায়রেশন ডেইট ফিচারগুলো পেশাদার ফটোগ্রাফারদের বেশি কাজে আসবে বলে মন্তব্য করেছে ড্রপবক্স। এছাড়াও শেয়ার করা ফাইলের ক্ষেত্রে ‘এডিট’ আর ‘ভিউ অনলি’ সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।

ড্রপবক্স প্রো ব্যবহারকারীদের মধ্যে যারা ড্রপবক্সের ক্লাউড স্টোরেজের ফাইল ব্যক্তিগত ডিভাইসের সঙ্গে সিঙ্ক করে রাখেন তাদের জন্যেও যোগ হয়েছে নতুন ফিচার। ব্যক্তিগত ডিভাইসটি চুরি হলে ড্রপবক্স অ্যাকাউন্টে লগ-ইন করে চুরি হওয়া ডিভাইস থেকে ডিলিট করে দেওয়া যাবে ফাইলগুলো।