স্মৃতি মুছতে জেনোন গ্যাস!

কষ্টের স্মৃতি মুছে দেওয়ার অভিনব এক পন্থা আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের গবেষকরা। সায়েন্স ফিকসন সিনেমার মতো ‘ইলেকট্রিক শক’ বা ‘ব্রেইন ওয়াশ’ পদ্ধতি নয়, এক্ষেত্রে গবেষকরা ব্যবহার করছেন জেনোন গ্যাস।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:37 AM
Updated : 28 August 2014, 09:37 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞানে চেতনা নাশক হিসেবে এবং রোগ নিরাময়ে জেনোন গ্যাসের ব্যবহার নতুন কিছু নয়। তবে স্মৃতি মুছতে এটির কার্যকারীতা বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার। প্রাথমিক অবস্থায় গবেষণাগারে পরীক্ষা নিরিক্ষা পরে ব্যাপক ইতিবাচক ফলও পেয়েছেন তারা।

হার্ভার্ড মেডিকাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের গবেষক এডওয়ার্ড জি মেলোনি এ ব্যাপারে বলেন, “কষ্টের স্মৃতি কমিয়ে আনতে জেনোন গ্যাসের কার্যকারীতার প্রমাণ পেয়েছি আমরা। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসওর্ডার (পিটিএসডি) চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হতে পারে এটি।”

মেলোনি এবং গবেষক দলের সদস্যরা তাদের প্রাথমিক গবেষণা চালান ইঁদুরের উপর। স্বল্প মাত্রায় জেনোন গ্যাস প্রয়োগের ফলে ইঁদুরগুলো ভয়ের স্মৃতি ভুলে যাচ্ছে বলে নিশ্চিত হয়েছেন তারা।

সাধারণ মানুষের ক্ষেত্রে গবেষকদের তত্ত্বটি এমন— রোগী শ্বাস নেওয়ার সময় অক্সিজেনের সঙ্গে জেনোন গ্যাস গ্রহণ করবেন এবং একই সময়ে কষ্টের স্মৃতি মনে করার চেষ্টা করবেন। পুরোনো স্মৃতি মনে করার সময় মানুষের মস্তিষ্ক সেই স্মৃতিগুলোকে আবার নতুন স্মৃতি হিসেবে তৈরি করে। আর জেনন সেই নতুন স্মৃতি তৈরি হওয়ার পদ্ধতিটাই আটকে দেবে।

স্মৃতি মুছতে জেনন গ্যাসের ব্যবহার শুরু করার আগে আরও ব্যাপক পরিসরে গবেষণার প্রয়োজন। তবে এটি খুবই কার্যকরী একটা পদ্ধতি হবে আশা করছেন এর গবেষকরা।