ক্ষুদ্রতম থ্রিজি মডেম

বিশ্বের সবচাইতে ছোট থ্রিজি মডেম উন্মোচন করেছে ইন্টেল। ‘হোম ডিভাইসে’ ব্যবহার উপযোগী ডিভাইসটি আকারে মার্কিন ১ সেন্ট পয়সার সমান।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:52 PM
Updated : 27 August 2014, 12:52 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘এক্সএমএম সিক্সটুফাইভফাইভ’ মডেলের এই মডেমটি আয়তনে ৩০০ বর্গ মিলিমিটার। স্মার্টওয়াচের মতো পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য ছাড়াও স্মার্ট স্মোক অ্যালার্মের মতো ডিভাইসেও ব্যবহার করা যাবে এটি। ‘এমবেডেড পাওয়ার সাপ্লাই’ আছে এতে।

ইন্টেলের নতুন মডেমটি ‘ইন্টারনেট অফ থিংস’ পণ্যের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষক সার্গিস মুশেল । পাশাপাশি স্মার্টডিভাইসেও ইন্টারনেটের আওতায় আনতে এটি কাজে লাগবে বলে মন্তব্য তার।