গিগাবাইটের গেইমিং কন্টেস্ট

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কম্পিউটার জগতের আয়োজনে ই-বাণিজ্য মেলা। মেলায় বিশেষ ইভেন্ট হিসেবে থাকছে গিগাবাইট গেইমিং কন্টেস্ট। কন্টেস্টে গ্রুপ গেইম খেলার সুযোগও পাবেন গেইমাররা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:49 PM
Updated : 27 August 2014, 12:49 PM

কন্টেস্টে অংশ নেওয়ার জন্য কম্পিউটার জগতের নিজস্ব পোর্টাল comjagat.com এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে গেইমারদের। রেজিস্ট্রেশন ফি হিসেবে বিকাশের মাধ্যমে জমা দিতে হবে ৩৫০ টাকা। রেজিস্ট্রেশন শেষে গেইমারের ইমেইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশেষ আইডি।

মেলা চলার সময়ে নির্দিষ্ট দিনে গেইমাররা রেজিস্ট্রেশন আইডি নিয়ে গেইমিং জোনে ঢুকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

এছাড়াও কমজগৎ পোর্টালে চলছে সবার জন্য উন্মুক্ত গিগাবাইট গেমিং কুইজ । প্রতি সপ্তাহে পাঁচজন করে বিজয়ী লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। পুরষ্কার হিসেবে বিজয়ীরা যথাক্রমে ১,০০০, ৫০০, ৩০০, ২০০ এবং ১০০ টাকা মোবাইল রিচার্জ পাবেন।