অ্যামাজনের মালিকানায় টুইচ

ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’ (Twitch) কিনে নিয়েছে অ্যামজান ডটকম।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 01:25 PM
Updated : 26 August 2014, 01:25 PM

অ্যামাজন টুইচ কিনে নিয়েছে ৯৭ কোটি ডলারের বিনিময়ে। শীর্ষ ই-কমার্স সাইটটির ইতিহাসে সবচেয়ে বড় অংকের ক্রয়ের ঘটনা এটি।

‘টুইচ ডটটিভি’ নামে ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিসটির যাত্রা ২০১১ সালে। অনলাইনে গেইমারদের ভিডিও গেইম খেলা দেখতে পারেন টুইচের ব্যবহারকারীরা। জুলাই মাসের সর্বশেষ হিসেব অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৫ কোটি নতুন ব্যবহারকারী যোগ হচ্ছে টুইচে।

টুইচের মালিকানা অ্যামাজনের অধীনে যাওয়ায় বিস্মিত হয়েছেন বাজার বিশ্লেষকদের অনেকেই। গুগলের মালিকানাধীন ইউটিউবও প্রায় একই মূল্যে টুইচ কিনে নেওয়ার জন্য ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিসটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে, এমন খবর শোনা যাচ্ছিল বছরের শুরুতে।

সনির প্লেস্টেশন ফোর আর মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলে বিল্ট-ইন সার্ভিস হিসেবেই থাকে টুইচের স্ট্রিমিং সার্ভিস। কনসোলগুলো থেকেই গেইম খেলার সময় তার অংশ বিশেষ টুইচে ব্রডকাস্ট করার সুযোগ পান গেইমমাররা।