প্লেস্টেশন নেটওয়ার্ক সাইবার আক্রমণ

হ্যাকারদের ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল সনির প্লেস্টেশন নেটওয়ার্ক। তবে নেটওয়ার্কটির কোনও ব্যবহারকারীর ডেটা বেহাত হয়নি বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে সনি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 01:08 PM
Updated : 25 August 2014, 01:08 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নেটওয়ার্কটির উপর হামলাকারী হ্যাকারদের টুইটের কারণে পথ পরিবর্তন করা হয়েছিল অ্যামেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের।  ওই বিমানে আরোহী ছিলেন সনির অনলাইন এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রেসিডেন্ট জন স্মেডলে। বিমানটি নিরাপত্তা ঝুঁকিতে আছে, এমন ইঙ্গিত ছিল হ্যাকারদের টুইটে।

এক ব্লগ পোস্টে প্লেস্টেশন নেটওয়ার্ক এবং সনি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক সাইবার আক্রমণের শিকার হওয়ার খবর নিশ্চিত করেছে সনি।

“সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি, আশা করছি যত দ্রুত সম্ভব আমাদের সেবাগুলো পুনরায় চালু করতে পারব”-- ব্লগ পোস্টে এমনটাই বলেছে সনি।

এছাড়াও হ্যাকাররা অ্যামেরিকান এয়ারলাইন্সের যে বিমানটির নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত করেছিল সেটি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করছে বলে জানিয়েছে সনি কর্পোরশেন।

স্যান ডিয়েগোতে বিমানটির অবতরণ করার কথা থাকলেও হ্যাকাররা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত করার পর অ্যারিজোনা অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর ফিনিক্সে অবতরণ করে বিমানটি।

প্লেস্টেশন নেটওয়ার্কের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২০ লাখ। এর আগেও একাধিকবার সাইবার আক্রমণের শিকার হয়েছিল নেটওয়ার্কটি। শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে পুনরায় চালু হচ্ছে প্লেস্টেশন নেটওয়ার্কের বিভিন্ন সেবা।