‘মোবাইল টপ-আপ’ সেবা

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মোবাইল ফোনের ব্যালান্স রিচার্জের সেবা পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা। গ্রাহকদের নতুন সেবাটি দিতে সম্প্রতি চুক্তি করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)।

প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 11:45 AM
Updated : 23 August 2014, 11:45 AM

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের ‘মোবাইল টপ-আপ’ সেবা দিতে মিডল্যান্ড ব্যাংক এবং এসএসএল ওয়্যারলেস কর্তৃপক্ষ চুক্তি স্বাক্ষর করেছে ২১ অগাস্ট। এই সেবাটির মাধ্যমে ব্যাংকটির সেবা গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের মোবাইল ফোনের ব্যালান্স রিচার্জ করে নিতে পারবেন।

“আধুনিক ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবা দিতে মিডল্যান্ড ব্যাংক দৃঢ় প্রত্যয়ী এবং ব্যাংকটির গ্রাহকদের জন্য মোবাইল টপ-আপ সেবাটি গ্রাহকসেবার অগ্রযাত্রার ফসল।”-- বলা হয়েছে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আহসান-উজ-জামান এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।