ব্যাটারি লাইফ বাঁচাতে নরমাল

মোবাইলের চার্জগ্রাসি অ্যাপগুলোকে সনাক্ত করতে গত সপ্তাহে অ্যাপল অ্যাপ স্টোরে এসেছে নতুন অ্যাপ ‘নরমাল’, মূল্য ৯৯ সেন্ট।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 09:47 AM
Updated : 22 August 2014, 09:47 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করা কম্পিউটার বিশেষজ্ঞ অ্যাডাম অলিনার এবং জ্যাকব লেভেরিচ অ্যাপটি বানিয়েছেন। তবে অ্যাপটি বানানো হয়েছে কুরো ল্যাবে আর ব্যবহৃত প্রযুক্তিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলের। ইলেক্ট্রনিক ডিভাইসের নরমাল বা সাধারণ ব্যাটারি লাইফ কতক্ষণ সে বিষয়ে গবেষণা করছিলেন আলিনার ও লেভেরিচ।

অ্যাপ স্টোরের অন্যান্য ব্যাটারি লাইফ পর্যবেক্ষক অ্যাপগুলো সাথে নরমালের পার্থক্য হল ব্যাটারি লাইফ বাঁচাতে কোন অ্যাপগুলো সবার আগে বন্ধ করা উচিৎ সে বিষয়ে উপদেশ দেবে অ্যাপটি। অ্যাপটির অন্যান্য ব্যবহারকারীর কাছ থেকে সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে এই উপদেশগুলো দেয় নরমাল, জানিয়েছে ম্যাশএবল।