এইচটিসির নতুন ফোনে উইন্ডোজ

এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘এইচটিসি ওয়ান এম৮’-এর  উইন্ডোজ ভার্সন ‘এইচটিসি ওয়ান এমএইট ফর উইন্ডোজে’ উন্মোচন করল তাইওয়ানিজ প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি। দুই বছরের মধ্যে এটি এইচটিসির প্রথম উইন্ডোজ স্মার্টফোন, দামও অ্যান্ড্রয়েড ভার্সনের অর্ধেক।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 12:35 PM
Updated : 20 August 2014, 12:35 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এইচটিসি ওয়ান এম৮-এ প্রি-ইনস্টলড অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ফোন ৮.১। প্রাথমিক অবস্থায় কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মোবাইল সেবাদাতা ভেরাইজনের সংযোগের সঙ্গে কেনা যাবে নতুন এম৮। দাম হবে ৯৯ ডলার।

স্মার্টফোনের বাজারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাম্প্রতিক সময়ে পিছিয়ে পরেছে এইচটিসি-মাইক্রোসফট দুটি প্রতিষ্ঠানই। তাই বাজারে শক্ত অবস্থান গড়তে প্রতিষ্ঠান দুটি নতুন করে জোট বেঁধেছে বলে মন্তব্য প্রযুক্তিবোদ্ধা আর বাজার বিশ্লেষকদের।

‘এইচটিসি ওয়ান এমএইট ফর উইন্ডোজ’-এ থাকছে ৫ ইঞ্চির ট্রু এইচডি স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮০১ চিপসেট, ২.৩ গিগাহার্টজের কোয়াড-কোর ক্রেইট ৪০০ সিপিইউ এবং অ্যাড্রিনো ৩৩০ জিপিইউ। এ ছাড়াও আছে ডুও ক্যামেরা ও ইনফ্রারেড পোর্ট।