আইফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ফটো স্ফিয়ার’

অ্যাপলের অ্যাপস্টোরে যোগ হলো গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর অন্যতম ৩৬০-ডিগ্রি ছবি তোলার অ্যাপ ‘ফটো স্ফিয়ার’। এখন আইফোন থেকেই চারপাশের ‘ত্রি-মাত্রিক’ ছবি তোলার সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 12:18 PM
Updated : 20 August 2014, 12:18 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোনে অ্যাপটি লঞ্চ করার পর ক্লিক করতে হবে ক্যামেরা মেনু অপশনে। সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে চলে আসবে কমলা রঙের পজিশনিং ডট এবং টার্গেটিং ফ্রেম। শুরু করা দেওয়া যাবে ৩৬০-ডিগ্রি ফটো তোলা।

অ্যান্ড্রয়েডের জন্য প্যানারমিক ছবি তোলার বেশ কয়েকটি অ্যাপ থাকলেও ‘ফটো স্ফিয়ার’ জনপ্রিয়তার পেছনে একটা বড় অবদান গুগল ম্যাপসের। ফটো স্ফিয়ার থেকে তোলা ছবি গুগল ম্যাপসে কন্ট্রিবিউট করার সুযোগ পান ব্যবহারকারীরা।

গুগল ম্যাপসের মডারেটর দল ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় নেয় ছবিটি গুগল ম্যাপসে অন্তর্ভূক্ত করা হবে কি-না সে সিদ্ধান্ত নিতে। আইফোন ফাইভে ব্যবহার করা যাবে ‘ফ্রি’ অ্যাপটি। লাগবে আইওএস ৭ অপারেটিং সিস্টেম।