গুগলের মালিকানায় জেটপ্যাক

স্মার্ট ট্রাভেল গাইড অ্যাপ স্টার্টআপ ‘জেটপ্যাক’ কিনছে গুগল। সোমবার নিজস্ব ওয়েবসাইটে মালিকানা হাতবদলের ঘোষণা দিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:35 PM
Updated : 19 August 2014, 01:35 PM

তবে কী দামে লেনদেনে হচ্ছে সে বিষয়টি গোপন রেখেছে দুই পক্ষই।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মালিকানা হাতবদলের পাশাপাশি অ্যাপলের অ্যাপস্টোর থেকে নিজেদের অ্যাপ সরিয়ে নেওয়ার এবং ১৫ সেপ্টেম্বর থেকে অ্যাপল ডিভাইসে সেবা দেওয়া বন্ধ করার ঘোষণাও দিয়েছে জেটপ্যাক।

২০১১ সালে স্টার্টআপ হিসেবে জেটপ্যাকের যাত্রা শুরু। জেটপ্যাক অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে ২০১৩ সালে। সোশাল মিডিয়া সাইটগুলো থেকে সংগ্রহ করা ছবি বিশ্লেষণ করে ভিজ্যুয়াল সিটি গাইড তৈরি করে অ্যাপটি।

ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ছবি বিশ্লেষণের ক্ষেত্রে জেটপ্যাক ‘নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি’ ব্যবহার করে। অ্যালগারিদম নির্ভর এই প্রযুক্তিটির মাধ্যমে ছবি থেকে মেইকআপ বা অলঙ্কারের মতো ক্ষুদ্র বস্তুও সনাক্ত করতে পারে।

এ পর্যন্ত মোট ৬ হাজার শহরের ভিজ্যুয়াল গাইড তৈরি করেছে জেটপ্যাক।

জেটপ্যাকের কেনার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি গুগল। তবে গুগলের ‘ইমেজ সার্চ’ ও ‘গুগল ম্যাপ’ সেবাগুলোতে জেটপ্যাকের ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি ব্যবহৃত হতে পারে বলে মন্তব্য ম্যাশএবলের।