নোটিফিকেশন ঝক্কি এড়াবেন যেভাবে

স্মার্টফোনের ফেইসবুক মেসেঞ্জার অ্যাপের একটি বড় সীমাবদ্ধতা হল, ইচ্ছামতো বন্ধ করা যায় না এর নোটিফিকেশনগুলো। অ্যাপটির সেটিংস থেকে বড় জোর এক ঘন্টা অথবা পরের দিন সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা যায় নোটিফিকেশনগুলো।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 12:47 PM
Updated : 17 August 2014, 12:47 PM

তবে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে নোটিফিকেশান বন্ধ করার বিকল্প উপায় কিন্তু ঠিকই আছে!

আইওএস ডিভাইসের ক্ষেত্রে প্রথমে যেতে হবে আইফোনের মেইন সেটিংস মেন্যুতে। সেটিংস থেকে যেতে হবে নোটিফিকেশান সেন্টারে, তারপর ‘মেসেঞ্জার’ অপশনে। এখান থেকেই একজন ব্যবহারকারী ঠিক করে নিতে পারবেন তিনি কোন নোটিফিকেশানগুলো দেখতে চান আর কোনগুলো দেখতে চান না।

অনেকটা একই উপায়ে অ্যান্ড্রয়েডয়ের ক্ষেত্রে ফেইসবুক মেসেঞ্জারের নোটিফিকেশান সেটিংসে পরিবর্তন আনা যাবে। প্রথমে ডিভাইসের মেইন সেটিংস মেন্যুতে যেতে হবে, তারপর নিচে অ্যাপস মেন্যুতে গিয়ে মেসেঞ্জার অপশনে ‘শো নোটিফিকেশন’ অপশনটি আনচেক করতে হবে।

এতে পুশ নোটিফিকেশন বন্ধ হলেও ‘চ্যাট হেড’ বন্ধ করতে হবে অ্যাপটির মাধ্যমেই।

মেসেঞ্জার সেটিংস মেন্যু থেকে ‘নোটিফিকেশন’ অপশনে যেতে হবে, তারপর ‘চ্যাট হেডস’ অপশন থেকে ‘অফ’ সিলেক্ট করতে হবে।

এতে সময়ে অসময়ে ফেইসবুক মেসেঞ্জারের নোটিফিকেশানের আওয়াজ আর ভাইব্রেশন বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। তবে অ্যাপটির মূল মেসেজ ট্যাবে ঠিকই থাকবে নোটিফিকেশানগুলো। অ্যাপটি চালু না করা পর্যন্ত চোখে পড়বে না নোটিফিকেশান।