আইফোন সিক্সের দাম বাড়াবে স্যাফায়ার  

টেক জায়ান্ট অ্যাপলের নতুন ডিভাইসগুলোর স্ক্রিনে গরিলা গ্লাসের পরিবর্তে ব্যবহার হবে স্যাফায়ার গ্লাস। ব্যয়বহুল এই উপকরণটির কারণে ডিভাইসগুলোর দামও হবে বেশি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2014, 11:42 AM
Updated : 16 August 2014, 11:42 AM

ইয়োল ডেভেলপমেন্টসের বিশ্লেষক এরিক ভিরের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আইফোন ফাইভের গরিলা গ্লাসের পেছনে অ্যাপলের খরচ পড়তো ৩ ডলার। সেখানে স্যাফ্যায়ার স্ক্রিন ব্যবহার করলে খরচ হবে ১৬ ডলার।

মূলত বিলাসবহুল ঘড়ির কাঁচ হিসেবেই ব্যবহৃত হয় স্যাফায়ার। প্রচলিত গরিলা গ্লাসের চেয়ে অনেক বেশী শক্ত ও আঁচড়-প্রতিরোধী স্যাফায়ার স্ক্রিন।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আইফোনের পরবর্তী দুটি মডেলেই স্যাফায়ার স্ক্রিন ব্যবহারের কথা ভাবছে অ্যাপল। এদিকে বাজারে চলতি গুজব, ৯ সেপ্টেম্বর আইফোন সিক্স উন্মোচন করবে অ্যাপল।

প্রথম প্রান্তিকে নতুন মডেলের ৫ কোটি আইফোন বিক্রি অ্যাপলের জন্য মোটামুটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। সে হিসেবে শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় বাকি নেই কুপার্টিনোভিত্তিক প্রতিষ্ঠানটির হাতে।