আসছে ধাতব কেসিংয়ের গ্যালাক্সি

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি আলফা’-র ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। আলফার মূল আকর্ষণ হলো এর ধাতব কেসিং। তবে কেসিং বাদে গ্যালাক্সি এস ফাইভের সঙ্গে আলফার পার্থক্য কতোটা, এখনও স্পষ্ট নয় সে বিষয়টি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2014, 10:08 AM
Updated : 14 August 2014, 10:08 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিয়ে প্রচারণার ক্ষেত্রে এর হার্ডওয়্যারের বদলে ডিজাইনের উপরই বেশি আলোকপাত করছে স্যামসাং। প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বসূরি গ্যালাক্সি এস ফাইভের তুলনায় আকারে ছোট এবং পাতলা গ্যালাক্সি আলফা।

৪.৭ ইঞ্চির স্ক্রিন থাকবে স্মার্টফোনটিতে। ধাতব কেসিং হলেও ওজন জিএস ফাইভের তুলনায় কম, ১১৪ গ্রাম। থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

লক্ষণীয় বিষয় হল, একটা লম্বা সময় নেতৃত্ব দেওয়ার পর মে মাসেই স্যামসাংয়ের মোবাইল ডিজাইন টিমের প্রধান পদে ইস্তফা দেন চ্যাং ডং-হুন। নতুন প্রধানের দায়িত্ব নিয়েছেন লি মিন-হিউক।

দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ছিল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ‘প্লাস্টিক’ অনুভূতি। অ্যাপল, হুয়াউয়ে, সনি আর এইচটিসির মতো প্রতিষ্ঠানগুলো ধাতব কেসিংয়ের স্মার্টফোন বানানো শুরু করেছে বেশ আগেই। এর বিপরীতে দামি স্মার্টফোনগুলোতেও প্লাস্টিকের কেসিং ব্যবহার করায় বিতর্কিত ছিল স্যামসাংয়ে মোবাইল ডিজাইন টিম।

তবে গ্যালাক্সি আলফার যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রযুক্তি বোদ্ধাদের অনেকেই। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বিশ্লেষক ফ্রান্সিকো জেরোনিমোর মতে,-- “এটার (গ্যালাক্সি আলফা) পেছনে এখনও প্লাস্টিকের কাভার। বাইরের ডিজাইন আর হাতের অনুভূতির হিসেবে এইচটিসি ওয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার জন্য যথেষ্ট নয় এটি।” 

বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের লাভের পরিমাণ কমেছে ২০ শতাংশ। এ কারণ হিসেবে প্রতিষ্ঠানটি স্মার্টফোন বিক্রিতে ‘বৈশ্বিক ধীর গতি’-র কথা বললেও কিছুটা হলেও যে ভাটা পড়েছে প্রযুক্তি ভক্তদের স্যামসাং উন্মদনায়, সেটা স্পষ্ট।

সম্প্রতি চীনের শীর্ষ স্মার্টফোন বিক্রেতার সিংহাসনটিও হারিয়েছে প্রতিষ্ঠানটি।

এমন অবস্থায় স্যামসাং গ্যালাক্সি আলফা দিয়ে ‘বাজার জিতে নেওয়ার আরেকটা সুযোগ পেয়েও হারিয়েছে’—বলে মন্তব্য করেছেন জেরোনিমো। আলফার দাম সাধারণ ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে না থাকলে স্মার্টফোনটি নিয়ে স্যামসাং বিপাকে পড়তে পারে বলেই মনে করছেন তিনি।   

এদিকে ঘোষণা দিয়ে গ্যালাক্সি আলফার খবর জানিয়েই খালাশ স্যামসাং। নতুন ফ্ল্যাগশিপ পণ্যের হার্ডওয়্যার নিয়ে বিশেষ কোন আলোচনা নেই।

স্মার্টফোনটির দাম আর বিক্রি শুরু হওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে বলেই দায়িত্ব সেরেছেন সংশ্লিষ্ট স্যামসাং মুখপাত্র।