আসছে মাইক্রোসফটের ‘শার্কস কোভ’

মাইক্রোকম্পিউটার রাসবেরি পাইয়ের মতো ডিআইওয়াই-পিসি’র নিজস্ব সংস্করণ বাজারে আনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফটের এই মাইক্রো কম্পিউটারটির নাম দেয়া হয়েছে ‘শার্কস কোভ’।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 12:40 PM
Updated : 31 July 2014, 12:40 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, উইন্ডোজ ব্লগে এপ্রিলে ঘোষণা এসেছিল, বিশেষভাবে এসওসি (সিস্টেম অন আ চিপ) হার্ডওয়্যার নিয়ে ডেভ বোর্ডের কাজ চলছে।

ব্লগে লেখা রয়েছে, “উইন্ডোজ ড্রাইভারের জন্য এসওসি প্ল্যাটফর্ম তৈরি করার সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পিসিতে পিসিআই স্লট বা ইউএসবি পোর্ট থাকলেও এসওসি প্রক্রিয়া কম-ক্ষমতাসম্পন্ন বাস ব্যবহার করে, ফলে এর কানেক্টর, প্লাগ-অ্যান্ড-প্লে সাপোর্ট বা ডিসকভারি মেকানিজমের মান হারায়। এছাড়া এগুলোর নিরাপত্তা সাধারণত সিকিওর্ড বুটের মাধ্যমে নিশ্চিত করা হয়, ফলে থার্ড-পার্টি ড্রাইভার তৈরি বা পরীক্ষায় এগুলো ব্যবহার করা যায় না।”

উইন্ডোজচালিত শার্কস কোভে থাকছে ইনটেল অ্যাটম প্রসেসর, এক গিগাবাইট র্যাম। আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার।

আনুষ্ঠানিকভাবে আগস্টের সাত তারিখ শার্কস কোভ লঞ্চ করা হবে বলেই জানিয়েছে ম্যাশএবল।