ক্রেডিট কার্ড রিডার বানাচ্ছে অ্যামাজন!

এবার নাকি ক্রেডিট কার্ড রিডার বানাচ্ছে শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজন! সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট নাইনটুফাইভ ম্যাকের হাতে আসা ‘অ্যামাজন কার্ড রিডার’ শিরোণামের প্রতিবেদনটি ইঙ্গিত করছে এমনটাই।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 11:32 AM
Updated : 30 July 2014, 11:32 AM

ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ডিভাইসটির দাম হতে পারে ৯.৯৯ ডলার। ভিন্ন আরেকটি সূত্রের বরাত দিয়ে নাইনটুফাইভ ম্যাক আরও জানিয়েছে, অ্যামাজনের হার্ডওয়্যার বিভাগ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ মোবাইল পেমেন্ট ডিভাইস নির্মাণে কাজ করছে বেশ কিছুদিন ধরেই।

এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যামাজন কর্তৃপক্ষ। তবে গুজবকে সমর্থন দিচ্ছে অ্যামাজনের নতুন ওয়ালেট অ্যাপ।

বর্তমানে অ্যাপটি ব্যবহার করে কোনো কিছু কেনার সুযোগ নেই। তবে অ্যাপটির ডিজাইন দেখে প্রযুক্তিবোদ্ধারা মনে করছেন বিশেষ কোনো হার্ডওয়্যারের সঙ্গে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি।