আবারও পেছালো টাইজেন স্মার্টফোন

এখনই বাজারে আসছে না স্যামসাংয়ের টাইজেন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। প্রথম প্রজন্মের টাইজেন স্মার্টফোন উন্মোচনের সময়সূচি সোমবার আবারও পিছিয়ে দিল দক্ষিণ কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 09:33 AM
Updated : 30 July 2014, 09:33 AM

এবিসি নিউজ জানিয়েছে, চলতি প্রান্তিকেই রাশিয়ায় প্রথম প্রজন্মের টাইজেন স্মার্টফোন ‘স্যামসাং জেড’ বিক্রি শুরু করতে চেয়েছিল স্যামসাং। কিন্তু টাইজেনের জন্য প্রয়োজনীয় অ্যাপ তৈরিতে আরো সময় লাগবে ইঙ্গিত করে স্মার্টফোনটি উন্মোচনের সময় পিছিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। 

স্যামসাং জেড উন্মোচনের জন্য নতুন কোন সময়সূচিও জানায়নি প্রতিষ্ঠানটি।

জুন মাসে স্যান ফ্রান্সিকোতে আয়োজিত ডেভেলপার্স কনফারেন্সে ‘স্যামসাং জেড’- এর প্রটোটাইপ দেখিয়েছিল স্যামসাং। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল ৪.৮ ইঞ্চি ডিসপ্লের প্রোটোটাইপ স্মার্টফোনটিতে।

ওয়েবজায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে টাইজেন ওএস নিয়ে কাজ করছে স্যামসাং। বলা হচ্ছে, সফল ও কার্যকর প্রমাণিত হলে গুগলের উপর স্যামসাংয়ের নির্ভরতা কমবে, স্মার্টফোন বাজারেও আসবে পরিবর্তন।