কমিক-কনে নিষিদ্ধ গুগল গ্লাস

স্যান ফ্রান্সিকোতে কমিক-কন ২০১৪ শুরু হতে না হতেই হলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে ‘গুগল গ্লাস’। বলা হচ্ছে, ট্রেইলার ফুটেজ ফাঁস হওয়া ঠেকাতেই ওয়েবজায়ান্ট গুগলের স্মার্টগ্লাসটি নিষিদ্ধ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 02:56 AM
Updated : 29 July 2014, 02:56 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল গ্লাস নিষিদ্ধের বিষয়টি উল্ল্যেখ করা হয়েছে কনভেনশন পলিসি হ্যান্ডবুকেও।

“প্রোগ্রাম রুমে কোনো ফুটেজ দেখানোর সময় গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। আপনার প্রেসক্রিপশনেও যদি গুগল গ্লাসের কথা বলা থাকে তবে বিকল্প চশমার ব্যবস্থা করুন।”—বলা হয়েছে কমিক কনের ওই হ্যান্ডবুকে।

এবারের কমিক-কনে গুগল-গ্লাস নিষিদ্ধ করার মূল কারণ, “ব্যাটম্যাস ভার্সাস সুপারম্যান: ডন অফ জাস্টিস।” কমিক-কনেই প্রথমবারের মতো দেখানো হয়েছে বহু প্রতিক্ষীত সিনেমাটির প্রথম টিজার ট্রেইলার। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক জ্যাক স্নাইডারও।

কমিক-কনে নতুন কোনো সিনেমার ‘আনরিলিজড’ টিজার ট্রেইলার দেখানো নতুন কিছু নয়। টিজার ট্রেইলারের ফুটেজ ফাঁস হওয়া ঠেকাতে কমিক-কনে প্রোগ্রাম রুমে অডিও-ভিডিও রেকর্ডিং যন্ত্রপাতি নিষিদ্ধ অনেক আগে থেকেই।