স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া

মহাকাশে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে পৃথিবীতে আছড়ে পড়তে পারে ফোটন-এম৪ স্যাটেলাইটটি।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 01:51 PM
Updated : 26 July 2014, 01:51 PM

বার্তাসংস্থা বিবিস জানিয়েছে, কোনো নভোচারী নেই ফোটন-এম৪ স্যাটেলাইটে। একাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রজেক্ট চলছিল এতে। গ্রাউন্ড কন্ট্রোলথেকে নিয়ন্ত্রণ হারালেও স্যাটেলাইটের বাকি সব সিস্টেম ঠিক আছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছয় টন ওজনের স্যাটেলাইটটি দীর্ঘসময় মহাকাশে টিকে থাকতে পারবে বলেও দাবি করেছে রাশিয়ান স্পেস এজেন্সিরসকসমোস। চালু আছে একমুখী ডেটা ট্রান্সমিশন

স্যাটেলাইটটিতে মানব নভোচারী না থাকলেও আছে আধ ডজন গিরগিটি। গিরগিটিগুলোর প্রজনন প্রক্রিয়ায় ভরশূণ্য অবস্থার প্রভাব নিয়ে গবেষণা করছিলেন রাশিয়ার বিজ্ঞানীরা।

একই পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদের উপর ভরশূন্য অবস্থার প্রভাব নিয়ে গবেষণার পরিকল্পনাও আছে রাশিয়ান বিজ্ঞানীদের।

স্যাটেলাইটটিতে গিরগিটির উপর নজরদারির জন্য আছে আলাদা ভিডিও ক্যামেরা। এছাড়াও মহাকাশে  সঙ্কর ধাতুর কঠিনীভবন নিয়ে গবেষণার জন্য আছে বিশেষ ভ্যাকুয়াম ফার্নেস।