মটো এক্স+ওয়ানের প্রোটোটাইপের ছবি ফাঁস!

মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মটো এক্স+ওয়ান’ প্রোটোটাইপের ছবি উন্মোচনের দাবি করেছে অ্যান্ড্রয়েড বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ। সাইটটির ছবি আর তথ্য সঠিক হলে মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি দেখতে হবে মটো এক্স, মটো জি আর মটো ই'র মতো পুরানো মডেলগুলোর মতোই, তবে ব্যাক কাভারটি হবে কাঠের।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 01:39 PM
Updated : 26 July 2014, 01:39 PM

অ্যান্ড্রয়েড পুলিশের প্রকাশিত ছবিগুলোতে যে স্মার্টফোনটি দেখিয়ে ‘মটো এক্স+ওয়ান’ বলে দাবি করা হয়েছে তার ব্যাক কাভারটি কাঠের তৈরি। সাইটটিতে ছবির স্মার্টফোনটিকে বলা হয়েছে ‘near-final prototype’।

স্মার্টফোনের অন্যান্য ফিচারের মধ্যে বলা হয়েছে ৫.১ ইঞ্চির স্ক্রিন এবং ডুয়াল ফ্রন্ট স্পিকারের কথা। আরও থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ২৯০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি। 

এই গ্রীষ্মেই ‘মটো এক্স+ওয়ান’ বাজারে আসবে বলে গুঞ্জন চলছে প্রযুক্তি বাজারে। তবে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের আগে ‘মটো ৩৬০’ স্মার্টওয়াচের জন্যেও অপেক্ষা করতে পারে মটোরোলা।