ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হ্যাকড

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) ওয়েবসাইট হ্যাক করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যসহ ব্যাংটির বিভিন্ন স্পর্শকাতর ডেটা চুরি করে নিয়েছে হ্যাকাররা। ঘটনা তদন্তে নেমেছে জার্মান পুলিশ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 02:26 PM
Updated : 25 July 2014, 02:26 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার এক হ্যাকার ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হ্যাকিংয়ের ঘটনা জানিয়ে চুরি করা ডেটার বিনিময়ে মুক্তিপণ দাবি করে। তার আগ পর্যন্ত সাইট হ্যাকিংয়ের ঘটনা অজানাই ছিল ইসিবি কর্তৃপক্ষের।

ইসিবি জানিয়েছে ব্যাংকের ইন্টার্নাল সিস্টেম থেকে আলাদা এক ডেটাবেইজ থেকে তথ্য চুরি করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ হাজার ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নম্বর, ঠিকানাসহ গ্রাহকদের বিভিন্ন তথ্য চুরি করে নিয়েছে ওই হ্যাকার।

যে সব ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চুরি হয়েছে তাদের নিজস্ব অ্যাকাউন্টের পাসওয়ার্ড এর মধ্যেই বদলে দেয়া হয়েছে জানিয়েছে ইসিবি।