এলিয়েনের খোঁজে সুপারকম্পিউটার

মহাবিশ্বে এলিয়েনের খোঁজে নতুন এক সুপারকম্পিউটার তৈরি করেছেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজের গবেষকরা। উচ্চতাপমাত্রার গ্রহগুলোতে মিথেনের উপস্থিতি চিহ্নিত করতে কাজ করবে সুপারকম্পিউটারটি।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 02:43 PM
Updated : 24 July 2014, 02:43 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২ হাজার ২’শ ২৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও একটি গ্রহের আলো শোষণের মাত্রা বিশ্লেষণ করে মিথেনের উপস্থিতি চিহ্নিত করবে।

জীব বিজ্ঞানীরা মিথেন গ্যাসকে বিবেচনা করে থাকেন ‘বিল্ডিং ব্লক অফ লাইফ’ হিসেবে। তাই মহাবিশ্বে এলিয়েনের অস্তিত্ব খোঁজায় বিজ্ঞানীরা নির্ভর করছেন মিথেন গ্যাসের উপস্থিতির উপর।

উচ্চ তাপমাত্রার গ্রহগুলোর বায়ুমণ্ডল আলোক রশ্মিকে কিভাবে শুষে নিচ্ছে সেটি বিশ্লেষণ করবে সুপারকম্পিউটারটি। সর্বোচ্চ ২ হাজার ২’শ ২৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গ্রহে মিথেনের খোঁজ করতে পারবে এটি। এ ধরনের পুরানো ডিভাইসগুলোর তুলনায় ২ হাজার গুণ শক্তিশালী নতুন সুপারকম্পিউটারটি।