আকাশছোঁয়া মুনাফায় ইএ গেমস

এপিল-জুন প্রান্তিকে ৫১ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ) গেইমস।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 02:11 PM
Updated : 23 July 2014, 02:11 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাইটানফল ও ফিফা ২০১৪’র মতো গেইমগুলোর ব্যাপক বিক্রি প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধিতে সাহায্য করেছে।

টাইটানফল ও ফিফা ২০১৪’র বিক্রির পাশাপাশি গেইমিং কনসোলের লঞ্চ থেকেও লাভবান হয়েছে ইলেকট্রনিক আর্টস। এ ছাড়াও ইএ জানিয়েছে, স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ডিভাইসের গেইম তাদের মুনাফা ১৮ শতাংশ বাড়িয়েছে এবং এ ধরনের ডিভাইসে তাদের গেইম বিক্রি গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে।

ইএ গেইমসের প্রধান অর্থ কর্মকর্তা ব্লেক জোগেনসেন বলেছেন, “স্মার্টফোন ও ট্যাবলেটের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ফলে আমরা মোবাইল ক্ষেত্রকে ব্যবসার অসাধারণ সুযোগ হিসেবেই দেখছি।”

অন্যদিকে ২০১৩ সালের তুলনায় প্রতিষ্ঠানটির পিসি ও কনসোল গেইম ডাউনলোড বেড়েছে ৯০ শতাংশ।

২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে গেইম নির্মাতা এ প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২ কোটি ২০ লাখ ডলার। আর এ বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়ে ৩৩ কোটি ৫০ লাখ ডলারে এসে দাড়িয়েছে বলেই জানিয়েছে বিবিসি।