প্রথম লটেই আট কোটি আইফোন ৬

অ্যাপল ৪.৭ ও ৫.৫ ইঞ্চি দুটি সংস্করণেরই সাত থেকে আট কোটি আইফোন ৬ উৎপাদনের অর্ডার দিয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 02:02 PM
Updated : 23 July 2014, 02:02 PM

প্রভাবশালী ওই মার্কিন বাণিজ্য দৈনিকের তথ্য অনুসারে, এ বছরের অক্টোবরের দিকেই আইফোন ৬ আনতে যাচ্ছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

এক প্রতিবেদনে অপর বাণিজ্য সাময়িকী বিজনেস ইনসাইডারও প্রায় একই ধরনের ইঙ্গিত দিয়েছে।

বিগত বছরে প্রতিষ্ঠানটি পাঁচ থেকে ছয় কোটি আইফোন ৫এস ও আইফোন ৫সি উৎপাদনের অর্ডার দিয়েছিল। বহিঃবিশ্ব বাজারে নিজস্ব স্মার্টফোন জনপ্রিয় করে তোলার লক্ষ্য এবং চীনা মোবাইল অপারেটর চায়না মোবাইলের সঙ্গে অ্যাপলের চুক্তিবদ্ধতাই আইফোনের উৎপাদন অর্ডার বৃদ্ধির কারণ বলে ধারণা করছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মোতাবেক, সাপ্লায়ার ফক্সকন এবং পেগাট্রন আগামী মাস থেকে ৪.৭ ইঞ্চি মডেলের আইফোন উৎপাদন শুরু করবে। অন্যদিকে সেপ্টম্বরে ৫.৫ ইঞ্চি মডেলের আইফোন ৬ উৎপাদন শুরু করবে হো হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি।