ইয়াহু মালিকানায় এনালিস্ট ফার্ম ফ্লারি

বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে অ্যাপ এনালিস্ট প্রতিষ্ঠান ‘ফ্লারি’ কিনে নিয়েছে ওয়েব জায়ান্ট ইয়াহু। লেনদেনের আর্থিক বিষয়গুলো প্রকাশ করেনি প্রতিষ্ঠান দুটি, তবে ২০ থেকে ৩০ কোটি ডলারে লেনদেনটি হয়েছে বলে ইঙ্গিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। ২০১২ সালে ব্লগিং প্ল্যাটফর্ম টামব্লার এর মালিকানা নেয়ার পর ইয়াহুর সর্ববৃহৎ ক্রয় এটি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 02:57 PM
Updated : 22 July 2014, 02:57 PM

বাণিজ্যিক মন্দার মধ্যে আছে ইয়াহু, জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সম্প্রতি প্রতিষ্ঠানটির বাৎসরিক মুনাফা কমেছে প্রায় ১৮ শতাংশ, আয় কমেছে ৩ শতাংশ। বাণিজ্যিক এই ঘাটতির একটি বড় কারণ ইয়াহুর বিজ্ঞাপন থেকে আয়ের অবনতি। ইয়াহু ও ফ্লারি মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছ দুটি প্রতিষ্ঠানই।

বিজ্ঞাপন খাতে আয় বাড়াতে ইয়াহু বেছে নিয়েছে স্মার্টফোনকে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম হিসেবে কম্পিউটারের থেকে স্মার্টফোনই বর্তমানে বেশী জনপ্রিয়। মোবাইল সাইটগুলোর মাধ্যমেই নিজেদের বিজ্ঞাপনগুলো উপযুক্ত ব্যবহারকারীদের হাতে পৌছে দিতে চাইছে ইয়াহু।

ইয়াহুর কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানও সম্প্রতি বিজ্ঞাপনকেন্দ্রিক প্রতিষ্ঠান কিনে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।