অ্যান্ড্রয়েড ফোনেই গাড়ি কেনাবেচা

গাড়ি কেনাবেচার অনলাইন মাধ্যম কারমুডি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের সাহায্যে পছন্দের যানবাহন খুঁজে দেখতে পারবেন বলে দাবী করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 12:20 PM
Updated : 21 July 2014, 12:20 PM

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি দাবী করেছে, অ্যাপটির সাহায্যে কারমুডির ২০ লাখেরও বেশি যানবাহন অনলাইনে ব্রাউজ করা যাবে, এর মধ্যে বাংলাদেশের ১৫ হাজারেরও বেশি গাড়ি রয়েছে।

ব্যবহারকারীদের সুবিধার জন্য ৯টি ভাষায় পাওয়া যাবে কারমুডির এই অ্যাপটি, যার মধ্যে বাংলা অন্যতম।

জার্মান প্রতিষ্ঠান কারমুডির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, “বাংলাদেশে ৪৫০টি রেজিস্টার্ড শোরুমের মধ্যে ক্রেতারা যেন অ্যাপ ব্যাবহার করে সহজেই তাদের প্রয়োজনীয় গাড়িটি খুঁজে পেতে পারে তা নিশ্চিত করেছে কারমুডি।”

“ক্রেতারা যেন তাদের নিকটস্থ শো রুম স¤পর্কে জানতে পারে, সে ব্যবস্থাও করা হয়েছে অ্যাপটিতে।”

আশিকুর রহমান জানান, কারমুডির ওয়েবপেজের মত মোবাইল অ্যাপটিতেও ব্যবহারযোগ্যতা এবং ফিল্টারের সুবিধা রয়েছে। অ্যাপ ব্যবহারকারীরা তাদের ইচ্ছামত ব্র্যান্ড, মডেল, বানানোর সময়, মূল্যসহ বিভিন্ন সার্চ ফিল্টার প্রয়োগ করতে পারবেন। সোশাল মিডিয়াতেও শেয়ার দিতে পারবেন সার্চ থেকে পাওয়া ফলাফল। এছাড়া, পছন্দের মডেলগুলোর একটি তালিকা বানিয়েও রাখা সম্ভব হবে যেগুলোর নিয়মিত আপডেট দেবে এই অ্যাপ।