স্পেনে মুক্ত ছয় ফাইল-শেয়ারিং সাইট

ছয়টি ফাইল শেয়ারিং সাইটের উপর থেকে ব্লক উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত। দেশটির অ্যান্টি-পাইরেসি ফেডারেশন কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ আনায় ব্লক করে দেওয়া হয়েছিল ফাইল শেয়ারিং সাইটগুলো।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 02:58 PM
Updated : 20 July 2014, 02:58 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কপিরাইট আইন লঙ্ঘন অভিযোগের সাইটগুলো ব্লক করে দেওয়া হয় গত মে মাসে।

ফাইল শেয়ারিং সাইটগুলোর বিরুদ্ধে ‘পর্যাপ্ত তথ্য-প্রমাণ’ না থাকায় সম্প্রতি ব্লক উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ মোতাবেক, আগামী কয়েক দিনের মধ্যেই মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সাইটগুলো আনব্লক করে দেবে। বিবিসির তথ্য অনুসারে, স্প্যানিশট্র্যাকার, পিসিটরেন্ট ডটকম, নিউপিসিটি ডটকম, পিসিটেসট্রেনোস ডটকম, ডেসকার্গায়া ডটইএস এবং টুমেজরটিভি ডটকম সাইটকে ব্লক করা হয়েছিল।

ব্লক থাকা অবস্থাতেও বিকল্প ডোমেইন এবং প্রক্সির সাহায্য নিয়ে সাইটগুলো অ্যাকসেস করছিলেন ব্যবহারকারীরা।

পাইরেসি ঠেকাতে স্পেন বরাবরই শক্ত অবস্থান নিয়েছে। এজন্য কড়া অ্যান্টি-পাইরেসি আইনও প্রণয়ন করেছে দেশটির সরকার। ওই আইনের আওতায় একাধিক সংখ্যক ফাইল-শেয়ারিং সাইটের পরিচালককে কারদণ্ড দেয়াও হয়েছে বলে জানিছে বিবিসি।