বন্ধ হয়ে যাচ্ছে ‘নোকিয়া এক্স’!

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘এক্স’ সিরিজের স্মার্টফোন নির্মাণ বন্ধ করে দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফটের অধীনে নোকিয়ার তৈরি পরবর্তী ‘বাজেট মডেল’ স্মার্টফোনগুলো বাজারজাত করা হবে ‘লুমিয়া’ সিরিজের অংশ হয়ে। আর অ্যান্ড্রয়েডের বদলে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনগুলো।

মামুনুর রশীদ শিশির বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2014, 11:14 AM
Updated : 19 July 2014, 11:14 AM

নোকিয়া এক্স সিরিজের স্মার্টফোনগুলো বাজারে এনেছিলএই বছরের ফেব্রুয়ারি মাসেই। তার কিছুদিন পরই নোকিয়ার মোবাইল বিভাগের স্বত্ত্ব কিনে নেয় মাইক্রোসফট।

এ বিষয়ে সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মাইক্রোসফট। তবে বৃহস্পতিবার মাইক্রোসফট এর মোবাইল ডিভাইস বিভাগের নির্বাহী প্রধান স্টিফেন ইলোপ প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো ই-মেইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মান বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদিকে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের গবেষক বেন উডের মতে লুমিয়া সিরিজের স্মার্টফোনের বিক্রি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।