হ্যাকার নিয়োগ দিয়েছে গুগল

নতুন প্রকল্প ‘প্রোজেক্ট জিরো’র জন্য হ্যাকার টিম নিয়োগ দিয়েছে গুগল। ইন্টারনেটে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকর বাগ ঠিক করার জন্যই প্রোজেক্ট জিরো প্রকল্প শুরু করেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতী, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 10:14 AM
Updated : 18 July 2014, 10:14 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বিভিন্ন আক্রমণ থেকে মানুষকে বাঁচানো এবং ‘হার্টব্লিড’ ধরনের ক্ষতিকর বাগ ঠিক করাই প্রোজেক্ট জিরো দলের লক্ষ্য।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন নিয়োগ করা এই দলটি ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের শতভাগ সময় ব্যয় করবে। এই দলটি কোনো বাগ খুঁজে পেলে তা কোনো তৃতীয় পক্ষকে না জানিয়ে সফটওয়্যার বা সেবা বিক্রেতাকে জানাবে এবং একটি পাবলিক ডেটাবেসে তা নথিভুক্ত করবে। এ ছাড়া শুধু বাগ চিহ্নিত ও সে সম্পর্কে প্রতিবেদন করার পাশাপাশি বিষয়টি বিশ্লেষণও করবে দলটি।

এই প্রসঙ্গে গুগল নিরাপত্তা গবেষণা দলের সদস্য ক্রিস ইভান্স এক ব্লগ পোস্টে বলেছেন, “এর ফলে কেউ সফটওয়্যার বাগের মাধ্যমে আপনার কম্পিউটার থেকে গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে বা আপনার যোগাযোগে নজরদারি চালাতে পারে সে বিষয়ে আপনি নির্ভয় থেকে ওয়েব ব্যবহার করতে পারবেন।”