অবাক করা মুনাফায় ইনটেল

এক প্রান্তিকের জন্য হলেও পুরনো গৌরব ফিরে পেয়েছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল কর্পোরেশন। বর্তমানে ইনটেল কর্পোরেশন পৃথিবীর সবচেয়ে বড় চিপ নির্মাতা, তবে স্মার্টফোন, ট্যাবলেট ও অনলাইন কানেক্টেড ডিভাইসগুলোর জন্য চিপ সরবরাহ করতে এখনও হিমসিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2014, 01:35 PM
Updated : 16 July 2014, 01:35 PM

ইনটেলের বাৎসরিক মুনাফা বেড়েছে ৪০ শতাংশ-- জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। চলতি বছরে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির মুনাফা ২৮০ কোটি ডলার, গত বছরে যা ছিল ২০০ কোটি ডলার। এ ছাড়াও ইনটেলের শেয়ারের দাম ৬ সেন্ট বেড়ে হয়েছে ৫৫ সেন্ট।

কম্পিউটার বাণিজ্যে ইনটেলের আয় করেছে ৮৭০ কোটি ডলার, বেড়েছে প্রায় ৬ শতাংশ। সার্ভার চিপ থেকে প্রতিষ্ঠানটির আয় ৩৫০ কোটি ডলার, বেড়েছে প্রায় ১৯ শতাংশ।  

চলতি বছরে সব পণ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আয় করেছে ইনটেল। তবে ইনটেলের চিফ ফিনান্সিয়াল অফিসার স্টেসি জে. স্মিথ এর মতে, “কম্পিউটারের থেকে গৃহস্থালী পণ্যের বাণিজ্যই ইনটেলের জন্য বেশী লাভজনক ছিল”।