‘উইন্ডোজ ৯’-এ নতুন স্টার্ট মেনু

মাইক্রোসফট যে উইন্ডোজে অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনু ফিরিয়ে আনবে, এপ্রিলে ডেভেলপার্স কনফারেন্সের পর তা নিশ্চিত। নতুন স্টার্ট মেনু কেমন হবে সেটা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা । সম্প্রতি ফাঁস হওয়া ‘উইন্ডোজ ৯’ কয়েকটি স্ক্রিনশটের কারণে নতুন গতি পেয়েছে সেই জল্পনা-কল্পনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2014, 01:26 PM
Updated : 15 July 2014, 01:26 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের ডেভেলপার্স করফারেন্সে মাইক্রোসফট যেমনটা দেখিয়েছিল সেটার সঙ্গে শতকরা ১০০ ভাগ না হলেও অনেকটাই মিল আছে ফাঁস হওয়া স্ক্রিন শটের স্টার্ট মেনুর।

স্ক্রিনশটগুলো ফাঁস হয়েছে ‘মাই ডিজিটাল লাইফ’ ফোরামে। তবে স্ক্রিনশটগুলো আসলেও উইন্ডোজ ৯-এর নাকি উইন্ডোজ ৮.১-এর সে ব্যপারে সন্দেহ প্রকাশ করেছে ম্যাশএবল। সাইটটির প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের আগে বাজারে অাসার কোনো সম্ভাবনা নেই উইন্ডোজ ৯-এর।

উইন্ডোজ ৮-এ স্টার্ট মেনুর অনুপস্থিতির কারণে ব্যবহারকারীদের সমালোচনার মুখে পরেছিল মাইক্রোসফট। ম্যাশএবলের প্রতিবেদেন অনুযায়ী, উইন্ডোজ ৯ দিয়ে হয়তো সেই সমালোচনার মোকাবেলাই করতে চাইছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।