মোবাইল থেকে ফেইসবুকে একশ’ কোটি

বিশ্বের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকে মোবাইল থেকে ভিজিটরের সংখ্যা শতকোটি অতিক্রম করেছে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 01:53 PM
Updated : 26 April 2014, 10:35 AM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে- চলতি বছরের প্রথম প্রন্তিকে ফেইসবুকের রেকর্ড আয়ের খবর জানানোর সময় নতুন এ খবরটিও দেয় তারা।

দেড় বছর আগে ফেইসবুকে সর্বমোট ব্যবহারকারী ছিল একশ কোটি। সাম্প্রতিক ঘোষণায় ফেইসবুক জানাল- শুধু মোবাইল ডিভাইস থেকেই মাসে একশ’ কোটি ব্যবহারকারী ফেইসবুক ব্যবহার করেন।

ফেইসবুক আরও জানিয়েছে, মাসে একশ’ ২৮ কোটি ব্যবহারকারী নিয়মিত ফেইসবুক ব্যবহার করেন। ২০১২ সালে কোম্পানিটি প্রাইভেট থেকে পাবলিক লিমিটেডে রূপান্তরের পর থেকে প্রতি প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে।

ফেইসবুক আরও জানিয়েছে, ২০১৩ সালের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত ২৫০ কোটি ডলার মুনাফা অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে শতকরা ৭২ভাগ।