বড় পর্দার আইফোন আসতে দেরি

টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৬ এর নতুন দুটি ভার্সন বাজারে আসার গুঞ্জন মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যদিও রেওয়াজ অনুসারে আইফোনের নির্মাতা টেক জায়ান্ট অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের মতামত প্রকাশ করেনি।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 10:05 AM
Updated : 23 April 2014, 01:50 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৫.৫ পর্দার আইফোন বাজারে আসতে দেরি হতে পারে। তাতে থাকতে পারে পাতলা ব্যাটারি। এবিষয়ক জটিলতার কারণে বড় পর্দার আইফোন বাজারে আসতে পারে ২০১৫ সালের শেষদিকে।

বিলম্বের কারণ হিসেবে কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে, আইফোনের পরবর্তী ভার্সন হবে সবচেয়ে পাতলা। ডিভাইসের পুরুত্ব কমানোর জন্য ব্যাটারির আকৃতিও পাতলা হওয়া চাই। ৫.৫ ইঞ্চি পর্দার আইফোন৬-এ কীভাবে পুরুত্বের দিক থেকে সবচেয়ে পাতলা রাখা যায় সে বিষয়ে মনোযোগী অ্যাপল। এ খবর জানিয়েছে, ম্যাকরিউমার্সডটকম।

জানা গেছে, আইফোন ৬-এর ব্যাটারির পুরুত্ব হবে মাত্র ২ মিলিমিটার বা ০.০৮ ইঞ্চি।

এদিকে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং ২০১১ সালে ৫.৩ ইঞ্চি পর্দার গ্যালাক্সি নোট ফোন বাজারে ছাড়ে। এরই ধারাবাহিকতায় এইচটিসি নোকিয়া ও এলজি বড় পর্দার স্মার্টফোন বাজারে নিয়ে আসে।