৭০ লাখ পিএসফোর বিক্রির রেকর্ড

জাপানিজ কনজিউমার ইলেক্ট্রনিকস জায়ান্ট সনি ৭০ লাখ গেইমিং কনসোল প্লেস্টেশন ৪ বিক্রির নতুন রেকর্ড গড়েছে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 01:31 PM
Updated : 21 April 2014, 01:31 PM

ইয়াহু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসফোরের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও অ্যান্ডু হাউজ জানান, গ্লোবাল গেইমিং কমিউনিটিতে পিএসফোরের চাহিদা বেড়েই চলছে। আমরা দেখছি, গেইমাররা দ্বিতীয় প্রজন্মের গেইমিং কনসোল নির্বাচনের ক্ষেত্রে পিএসফোরকে প্রাধান্য দিচ্ছেন।

পিএসফোরের যাত্রা শুরুর পর থেকে বিশ্বব্যাপী এর চাহিদার সঙ্গে জোগান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্রেতাদের চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি বলেও তিনি জানান। 

এছাড়া পিএসফোর গেইমিং কনসোলের সফটওয়্যার বিক্রিও আশাব্যঞ্জক বলে তিনি জানান। ১৩ এপ্রিল পর্যন্ত প্লেস্টেশন স্টোর থেকে বিশ্বব্যাপী ২৫ লাখেরও বেশি কপি সফটওয়্যার বিক্রি ও ডাউনলোড করা হয়েছে।  

সনির গেইমিং কনসোল পিএসফোরের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান ও নিনটেনডোর উই ইউ।

২২ ফেব্রুয়ারি সনি জাপানে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে পিএসফোর। এরপর দ্রুত তা বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। চারমাসেরও কম সময়ে সনি প্লেস্টেশন ফোর বিক্রির নতুন এ রেকর্ড গড়ল। সনির প্রতিদ্বন্দ্বী নিনটেনডোর গেইমিং কনসোল উই ইউ ২০১২ সালে বাজারে আসার এক বছরেরও বেশি সময়ে ৫০ লাখ ৮৬ হাজার ডিভাইস বিক্রির রেকর্ড গড়ে।