‘ঐতিহাসিক’ সেই ল্যাপটপ নিলামে

নিলামে বিক্রি হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ব্যবহৃত ‘ধার করা’ ল্যাপটপ। ১৯৯৮ সালে হোয়াইট হাউজের তৎকালীন চিকিৎসক রবার্ট ডারলিংয়ের ওই তোশিবা ল্যাপটপটি থেকেই প্রথম ‘প্রেসিডেন্সিয়াল ইমেইল’ পাঠিয়েছিলেন ক্লিনটন।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 01:24 PM
Updated : 22 April 2014, 08:11 AM

ইয়াহু নিউজ জানিয়েছে, বস্টন অকশন হাউজ আয়োজিত অনলাইন নিলামে ওই ল্যাপটপটি বিক্রি হয়েছে ৬০ হাজার ৬৬৭ ডলারে। তবে ক্রেতার নাম গোপন রেখেছে নিলামদাতা।

ডারলিংয়ের কাছ থেকে ল্যাপটপ ধার করে তৎকালীন প্রেসিডেন্ট প্রথম ‘প্রেসিডেন্সিয়াল ইমেইল’ পাঠিয়েছিলেন মার্কিন নভোচারী জন গ্লেনকে।  প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে গ্লেন মেইল আদান-প্রদান করতে চাইলে ডারলিংয়ের কাছ থেকে ল্যাপটপ ধার করে গ্লেনের মেইলের উত্তর দিয়েছিলেন ক্লিনটন।    

‍জন গ্লেন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণকারী প্রথম মার্কিন মহাকাশচারী। ১৯৯৮ সালে স্পেস শাটল ‘ডিসকভারিতে’ চড়ে গ্লেন তখন নয়দিনের মিশনে মহাকাশে ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে ইমেইল অ্যাকাউন্টের ব্যবহার সবসময়ই এড়িয়ে চলেছেন বিল ক্লিনটন। ইমেইলের ব্যবহার না করার কথা ক্লিনটন নিশ্চিত করেছিলেন ২০০০ সালের এক সাক্ষাৎকারেই।